
হুইসেল কিডসশপ কি?
সাদা একটি কাগজকে বিভিন্ন আঙ্গিকে রাঙিয়ে তুলতে এবং খেলার জগতে নিজেকে মাতিয়ে তোলার জন্য যেসকল উপকরণ অথবা সামগ্রী প্রয়োজন যা শিশুর সৃজনশীল মেধা বিকাশে সহায়তা করবে তা-ই মূলত তালিকাভুক্ত করা হয়েছে কিডসশপে।
হুইসেল কিডসশপে কি কি থাকছে?
ক্রাফটিং,প্রি-স্কুলিং প্রোডাক্ট, রং-তুলি,খেলনা,বেবি প্রোডাক্ট,গ্যাজেটসহ থাকবে বিভিন্ন ধরনের সারপ্রাইজ উপহার সামগ্রী। মূলত হাতেখড়ির উপকরণ সেইসাথে নিজের রুম সাজানোসহ নিত্য প্রয়োজনীয় খুঁটিনাটি আকর্ষণীয় যাবতীয় উপাদানসমূহ থাকছে হুইসেল কিডসশপে।
হুইসেল কিডসশপ কাদের জন্য?
প্রত্যেকটি মানুষ মধ্যেই থাকে সুপ্ত প্রতিভার এক বিশাল মহাসাগরের জলরাশি তবে কেউ কেউ সেটা প্রকাশ্যে আনে আবার কেউ লুকায়িত রাখে। হুইসেল কিডসশপে কিন্তু সকল বয়সের মানুষের জন্যই কেননা এখানে থাকবে বয়সের বিভাগ ভিত্তিক উপাদান। সকল বয়সের মানুষই হুইসেল কিডসশপ থেকে নিজের পছন্দমতো সামগ্রী ক্রয় করতে পারবে এবং সাজিয়ে নিতে পারবে নিজের মতো করে।
হুইসেল কিডসশপে কেন ?
শিশু-কিশোরদের রঙিন ভুবনকে আরও রঙিনভাবে সাজানোর জন্যই হুইসেল কিডসশপ প্রস্তুত হচ্ছে আপন মহিমায়। শিক্ষামূলক সকল ধরনের উপকরণ বা উপাদান হোক অথবা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী বা সরঞ্জামসহ সকল জিনিস নিয়েই হুইসেল কিডসশপে সেজেছে সবার জন্য এক অপরূপ সৌন্দর্যে।